অপূর্ব সেই মায়াবী সুর
ভেসে আসে যখন কানে,
আমি ছুটে যাই দ্রুত
ছুটে যাই মসজিদের পানে।
সন্ধ্যার আবছা আলোয়
ভেসে আসে যখন আজানের ধ্বনি ,
সব কাজ তুচ্ছ করে
তখন সেই মধুর সুর শুনি।
শেষ রাতে মসজিদ হতে
সেই উদার বিনয়ী আহবানে ,
সুখের ঘুম ত্যাগ করে
যাই আমি মসজিদের পানে।