অনেক সময় ভেবে ভেবে চলে যায়
আমি বসে থাকি একা নিরালায়
অনেক স্মৃতি ভেসে আসে এই মনে
চলে যায় সময় যেন অন্য কোন খানে।

ছিল একদিন আমার মায়াবি দুপুর
শুনেছি সেখানে কত কত সুর
সেসব হারিয়ে গেছে আজ দূরে অজানায়
সেসবই ভাবি আমি আজ নিরালায়।