অনেক পাপ করেছি আমি
আমি গুনাহগার,
জানিনা ক্ষমা আমি পাবো কিনা
অসীম দয়ালু মহান খোদার ।
দিনরাত ঘুরেছি আমি এই ধরায়
কত সময় কেটে গেছে অবহেলায় ,
জানিনা কি আছে আমার ভাগ্যে
একটা একটা করে দিন কেবলই চলে যায় ।
তবুও আমি আশায় থাকি
মহান প্রভু ক্ষমা করবেন আমায়,
ফিরে আসতে চাই আমি খোদার পথে
তাঁর নিকটেই থাকতে চাই।