অনেক অশ্রু ঝরে গেছে
সকল স্বপ্ন কিভাবে হারিয়ে গেছে
চলে গেছে অনেক সময়
স্বপ্ন দেখতে আজ বড় ভয় হয়।
অনেকে কেঁদেছি আমি
অনেক ভেবেছি আমি
কোন উত্তরই আমি খুঁজে পাইনি
অনেক ভেবেও কূলকিনারা পাইনি।
হয়ে গএছি আজ অনেক অসহায়
কেঁদে কেঁদে অনেক দিন গেছে হায়
তবু বেঁচে আমি আমার মতন করে
এভাবেই দিন যাবে একদিন একদিন করে।