অনেক মেঘের ভিড় করে এই আকাশে
বৃষ্টি পড়ার সুর যেন ভেসে বেড়ায় বাতাসে
পাখির গান শেষ হয় দ্রুত ফিরে আসে নীড়ে
ব্যস্ত শহর যেন চায় সবাই দ্রুত যেতে ফিরে।
কিশোরী চায় ভিজতে চারিদিক বাধা কত শত
ওদিকে বৃষ্টির গান সে শুনতে যেন পায় অবিরত
ভেজা আর হয়না হঠাত চোখে এসে যায় জল
অন্ধকারেই সে যেন শুনতে পায় জলের কোলাহল ।( ২৭.৬.১৭)