অন্ধ গলির শেষ প্রান্তে পৌঁছে
দেখা যাবে আলোর ঝলকানি,
কষ্টের দিন শেষ হয়ে গেছে
কেউ এসে বলবে কানাকানি।
ভেজা ভেজা জমে থাকা পানি
আর শ্লোগান লেখা নোংরা দেয়াল,
সব ফেলে এগিয়ে যেতে হবে
আসবে নতুন, থাকবে না কোন আড়াল।
অন্ধ গলি একদিন বন্ধ হবে
হবে সব কষ্টের অবসান,
নতুন হয়ে উঠবে সবকিছু
জেগে উঠবে নতুন প্রাণ ।