অদ্ভুত এই সময়ে
কারো সময় নেই ,
ব্যস্ত সবাই আজ
বদলে যাচ্ছে নিমিষেই ।
সবাই আজ স্বার্থপর
হারিয়ে গেছে কোমল মন ,
সময় বদলে যাচ্ছে দ্রুত
অস্থির সবাই আজ সর্বক্ষণ ।
কারো মনে সুখ নেই
এভাবেই সময় যাচ্ছে সবার,
এভাবেই কি সময় যাবে?
কিছুই কি নেই করবার??