নুহ(আ) এর নৌকায়
আমি ভেসে যেতে চাই
অনেকদুরে যেতে চাই
এই পাপ আর অনাচার ছেড়ে
আমি যেতে চাই
আমি যেতে চাই নূহ (আ)এর নৌকায় ।
জানি বিশ্বাসীরা সব আসবে
আসবে সব ছেড়ে
সেই নৌকায় স্থান পেতে
সবাই উদগ্রীব হয়ে আছে
সেই নৌকায় যেতে
আমিও যেতে চায় নূহ আ) এর নৌকায় ।