নতুন ভোরের স্বপ্ন
নতুন ভোরের স্বপ্ন আমার
দেখতে করে ভয়,
পাপাচারে সব ডুবে আছে
কখন যে কি হয়।
চারিদিকে হতাশা আর পাপ
নেই কোথাও আলো ,
কষ্টে আছে মজলুম
নেই কেউ আজ ভালো ।
তবু কি আসবেনা সামনে
একটি নতুন ভোর ?
সব কষ্টের হবে অবসান
খুলবে সকল দোর ।
প্রার্থনা করি আসুক দ্রুত
উজ্জ্বল উচ্ছল ভোর,
মুক্ত বাতাস বইবে সর্বত্র
কেটে যাবে সব ঘোর ।