ওরা আজ পৃথিবীকে করছে বিষাক্ত
বাইরে করছে ভাণ ,
নগ্নতা আর নোংরামিই তাদের চরিত্র
কঠিন আজাবে নেবে তারা স্থান।
সময় কাটে তাদের নাইটক্লাবে
দেখায় খালি চেতনা,
শয়তানী বুদ্ধিতে মাথা ভরা
মন ভরা বিকৃত কামনা।
পৃথিবীকে করছে তারা ভয়ংকর
ছড়াচ্ছে ঘৃণার বাতাস,
পরকালে ভয় নেই তাদের
ছাড়ছে বিষাক্ত নিশ্বাস ।
বাইরে মিষ্টি ভেতরে তারা হায়েনা
এরাই নষ্ট মানুষ ,
বুঝতে হবে চিনতে হবে তাদের
খুলে দিতে হবে তাদের মুখোশ ।