রাস্তায় পুড়ে যাচ্ছে অসহায় মানুষ
মানুষ! সব নির্বিকার হায়,
বিবেক পচে গেছে আজ সব মানুষের
হারিয়েছে বিবেক আজ বুড়িগঙ্গায় ।
জ্বলছে শহর, পুড়ছে মানুষ,তবু নির্বিকার
বন্দি আমি যেন এই শহরে,
বিবেকবান সব আগেই পালিয়েছে
ভিখিরির দল ক্ষুধার জ্বালায় ঘোরে।
নরকের মতো হয়ে গেছে চারদিক
নেই এতটুকু শান্তির আশ্রয় ,
কদমগাছে আর আসেনা বর্ষা
সবকিছুই আজ যেন হয়ে গেছে অসহায় ।
দেশপ্রেম আজ নেই ,আছে শুধু ভাষণ
কেটে যাবে এভাবে নষ্ট সময়,
রক্তের বন্যা আজ চতুর্দিক
কেটে যায় আমার বিরান সময়।