সকালে আলো আসে নিয়ে আসে প্রাণ
মনে জাগে ভালবাসা জাগে নতুন গান
হৃদয়ে স্বপ্ন আমার অফুরান ঘুম যায় চলে
আসতে হবে আলো হয়ে মন যায় বলে।
কোন কোনদিন বিষণ্ণতা এসে ভর করে
কোন অজানা গোপন কষ্ট গুমরে গুমরে মরে
সেদিন আর দেখা হয়না সূর্যের আলো ভোরে
অন্ধকার কষ্ট সেদিন মনের ভেতর কেবল ঘুরে।