আজ আমি নির্বাসিত
এই ক্ষয়িষ্ণু সমাজ থেকে
যেখানে মানবতা নেই
যেখানে ভালবাসা নেই।
নির্বাসিত আমি একাকী
ভালবাসা শুধু চেয়েছি
পাইনি, পেয়েছি শুধু প্রতারণা
কষ্ট পেয়ে পেয়ে সয়ে গেছি আমি।
নির্বাসিত এই জীবন
ভাল লাগেনা এখন আর
মানুষের নিষ্ঠুরতায় আমি হতবাক
করি শুধু হাহাকার আর চিৎকার।