মুসলিম জাতির আজ চিত্তে ভয়,
ঐক্য নেই, শুধুই আজ পরাজয়,
সারাদিন আজ কেঁদে কেঁদে কাটে
কেটে যায় কেবল কষ্টের সময়।
জ্ঞানের আলো আজ আর নেই
নেই কোন আজ মুক্তির বার্তা ,
অতীত ঐতিহ্য আজ ভূলুণ্ঠিত
হারিয়ে গেছে আজ জ্ঞানের খাতা।
অবহেলা আর অনাদরে চলে যাচ্ছে
আজ মুসলিম জাতির দিন,
আর মনে হয় ফিরে আসবেনা
উজ্জ্বল ,প্রাণবন্ত দিন রঙিন ।