প্রতিদিন মানুষ মরে যাচ্ছে
শত শত হাজারে হাজারে
কেউ এখানে বেশীদিন থাকবেনা
মৃত্যুকে আলিঙ্গন করতে হবেই।
যেখানেই যাও যেখানেই পালাও
আসবে মৃত্যু সুনিশ্চিত
পাথরের দুর্গ বানিয়েও লাভ হবেনা
কবরই হবে তোমার শেষ ঠিকানা ।
মৃত্যু খুব সহজ ব্যাপার
স্রষ্টার চাওয়ার সাথেই সব শেষ
তারপরেই অজানায় পাড়ি দিতে হয়
শেষ হয়ে যায় সবকিছু।