মৃত্যু আজ খুব সহজ
সকালে যে মানুষটার সাথে দেখা হলো
একসাথে বসে চা পান করলাম
দুপুরে হালকা দিবানিদ্রার পরে
মোবাইল ঘাটতে যেয়ে দেখি
তিনি চলে গেছেন ঐ সুদূরে ।
মৃত্যু আজ খুব সহজ
তরতাজা যুবক আজ মিছিলের পরে
হঠাৎ কোথা থেকে আসে তপ্ত বুলেট
হয় তার জানাজা, গায়েবানা জানাজা
চলে যায় সে অন্য কোথাও
এভাবেই চলে যাচ্ছে সব মানুষ ।
মৃত্যু আজ খুব সহজ।