তোমার মায়াময় দুটি চোখে
চেয়ে থেকেছি বহু সময়,
অপূর্ব তোমার চাহনি
মন ভরেছে আমার সবসময় ।
কাজল দিলে আরও বেশী
লাগে তোমায় ভালো ,
এমন মায়াবী চোখ তোমার
মনে জ্বালায় আলো ।
মায়াময় দুটি চোখের তরে
হয়েছে আমার প্রেম,
তাকিয়ে রই আমি সেই চোখে
সবসময় নিশিদিন।