কুঁকড়ে শুকিয়ে মরে গেছে
এদেশের মানুষের ঈমান ,
সদা সর্বদা পাপ করে যাচ্ছে
হয়ে যাচ্ছে খোদার দুশমন ।
শুকনো পাতার মতো একটু করে
ঝরে গেছে ঈমান ধীরে ধীরে ,
মন খারাপ হয় খুব আজ আমার
সোনালী দিন মন খুঁজে ফেরে।
খোদার পথে এসে সবাই
মজবুত কর তোমার ঈমান ,
নইলে সব ব্যর্থ হয়ে যাবে
কেঁদে কেঁদে হবে হয়রান।