বস্তিতে তারা পড়ে আছে নির্মম অবহেলায়
সবাই দেখে ,শুধু করুণার দৃষ্টি ফেলে হায়
হাসবে না তারা, মেনেই নিয়েছে তাদের জীবন
অপ্রাপ্তি আর কষ্টেই কেটে যাবে সামনের দিন।
অনেক অভিমান নিয়ে বসে থাকে আকাশের তলে
উচ্ছিষ্ট আর আধপেটা খেয়েই তাদের জীবন চলে
সুখ কখনো কখনো নেমে আসে তাদের মনে
দ্রুতই শেষ হয় বাস্তবতায় , একথা তারাও জানে।
চায় না তারা সুরম্য অট্টালিকা ,একটু খাবার চায়
রোদে ঘোরে , কখনো খাবার পায় না, কখনো পায়
ওদের নিয়ে খেলছে অনেকেই, বলছে ভাল কথা
কেউ ভালবাসেনি , বোঝে নি তাদের বুকের ব্যথা।