কবির সংখ্যাই আজ বেশি
মনে প্রেম নেই
হৃদয়ে করুণা নেই
আছে শুধু লোকদেখানো ভণ্ডামি
তারাই আজ বড় কবি।
নিজের টাকা দিয়ে
কবিসম্মেলন করে
শিঙারা আর চা খেতেই আসে
বুভুক্ষের দল
তারাই স্বীকৃতি দেয় কে কবি আর কে অকবি।
খালি পিকনিক আর পিকনিক
নেই কোন পড়াশোনা
আছে আবার বড় কবি হবার বাসনা
নিজেই লেখক আবার নিজেই প্রকাশক
এরাই আবার বড় কবি। পুরষ্কারও পায়।