ভালো থেকো বলে চলে গেলে তুমি
আমিও ভালো থাকতে চেয়েছিলাম
কিন্তু চাইলেই কি ভালো থাকা যায় ?
অনেক কাছে এসেছিলে
অনেক আপন করেছিলে
কি করে ভুলে যাব সব?
কি করে ভালো থাকব আমি?
তুমি অনেক ভালো আছ
সুন্দরভাবে সংসার সাজিয়েছ
তুমি আসলেই ভাল থাকতে পারো
আমি পারিনা
অনেক চেষ্টা করেও পারিনা
আসলে আমার নিয়তিটাই এমন
ভালো থেকো তুমি , আরও ভালো ।