আকাশের ঐ অপূর্ব নক্ষত্রের মাঝে
আমি খুঁজি সেই প্রিয় নাম,
অনেক নাম ভেসে থাকতে দেখি
দেখি না আমি ,হয় বড্ড অভিমান।
শেষ বিকেলের রহস্যময় আলোর মাঝে
আমি খুঁজি সেই প্রিয় নাম,
ঝুপ করেই সন্ধ্যা নামে, নামে অন্ধকার
দেখি না আমি, হয় বড্ড অভিমান।
ঝুমঝুম বৃষ্টির মাঝে আমি খুঁজি
আমি খুঁজি সেই প্রিয় নাম,
বৃষ্টিতে ধুয়ে মুছে যায় সব নাম
দেখি না আমি , হয় বড্ড অভিমান।