খুব ক্ষুধা লেগেছে মা
একটু খাবার দাও ,
ঘরে কলসিতে পানি আছে
তাই খেয়ে নাও।
খুব কষ্ট হচ্ছে মা
দাওনা একটু খাবার
আজ কিছুই আনতে পারিনি
তোকে দিব কি আর।
বড় মানুষ অনেক খাচ্ছে
হয়ে যাচ্ছে গোলাকার ,
তবুও জাঙ্ক ফুড খেয়ে যাচ্ছে
ভুঁড়ি বানাচ্ছে চমৎকার।
কবে বৈষম্য দূর হবে
সবাই পাবে খাবার,
সেদিন আমি শান্তি পাব
করব পেট পুরে আহার।