আমার সকল কবিতা
কেবল তোমাকেই কেন্দ্র করে,
আমি ভাঙতে চাই সেই বৃত্ত
কিন্তু পারিনা আমি,
আরও ঢুকে যাই বৃত্তের ভেতরে।
আমার সকল কবিতা
কেবল তোমাকেই ঘিরে,
মিশে আছ তুমি আমার অন্তরে
আমি ভুলতে চাই তোমার কথা ,
তবুও তুমি ফিরে আসো বারেবারে।
আমার সকল কবিতা
কেবল তোমার কথা ভেবে,
থেকে যাবে তুমি শেষ পর্যন্ত
আমার হৃদয়কে ঘিরে,
থেকে যাবে তুমি আমার অন্তরের গভীরে ।