এই বাংলায় যখন সন্ধ্যা নামে আকাশে
কি অদ্ভুত এক মায়া ভেসে আসে বাতাসে
মন খারাপ হয়ে যায় কোন অজানা কারণে
ঐ দূরে কেউ হয়তোবা বসে থাকে আনমনে।
নীরবতা নেমে আসে তার থেকে কিছু পরে
ব্যস্ত শহরে সবাই এরপর যায় সরে সরে ,
নদীর পাড় শান্ত হয় পথিক ফিরে ঘরে
কেউ একা থেকে যায় নির্জন কোন প্রান্তরে।