হেঁটে চলেছি একা
আনমনে অভিমানে
পাড়ি দিয়েছি আমি দীর্ঘপথ
আরও বেশী অভিমান হয়েছে
পথের ক্লান্তি এসে যোগ হয়েছে
চলে এসেছি আমি বহুদূর ।
হেঁটে চলেছি একা
জানিনা ঠিকানা আমি
জানিনা কোথায় যেয়ে থামব
শুধু জানি আমি হেঁটে যেতে
আরও বহুদূর আমি যেতে চাই
আরও বহুদূর আমি যেতে চাই।