যাযাবর পাখি মেঘে ভেসে যায় দূরদেশে
অনেক দূরে যায়, ফিরে আসেনা অবশেষে
খুঁজে আর পাওয়া যায়না, যায় অজানায়
সেই পাখির ডাক কোথায় যেন হারায়।
এভাবেই হারিয়ে যায় নক্ষত্র আর মেঘ
সেসবের সাথে মিশে থাকে স্বপ্ন আর আবেগ
দূরতম নীলিমায় চলে যায় একদিন সবাই
যাযাবর পাখির মত হারায় কোন অজানায়।