ইমারতের অন্ধকারে আজ
দেখা যায়না আলো ,
মনে হয় আগের দিনগুলোই
ছিল অনেক ভাল।
মানুষ হয়ে গেছে আজ
অনেক বেশী কৃত্রিম ,
ভালবাসা ইমারতে ঢেকেছে
কষ্ট পাচ্ছে মানুষ নিত্যদিন।
ইমারত সব মেকি সভ্যতা
ফিরতে হবে শেকড়ে
শহুরে সমাজে হাঁসফাঁস আজ
মানবতা কেঁদে মরে।