চিরসবুজ হৃদয় নিয়েই
আমি বেশ ছিলাম
কিন্তু চারপাশের সব নিষ্ঠুরতা আর কদর্যতা
আমার চিরসবুজ হৃদয়কে
ক্ষতবিক্ষত করেছে বারবার।
আমি হেরেছি অনেকবার
মানুষের অন্ধকার দিক দেখে
কেঁদে ফিরেছি আমি এই মায়াবি শহরে
কখন যেন মেনে নিয়েছি সব
হয়ে গেছি আর অন্যসব মানুষের মতই।