খুঁজে ফিরি আমার সেই গ্রাম
শৈশবের রঙিন চোখে দেখা
সেই গাছ গাছালি আর আম বাগান
বাড়ির পাশের ছোট্ট নোংরা পুকুর
কোথায় হারিয়ে গেল সেই গ্রাম?

বিরাট বটগাছের ছায়া
সেখানে বসে একদণ্ড শান্তি খোঁজা
নদীতে সেই উদ্দাম দাপাদাপি
পূর্ণিমার চাঁদে নৌকায় বসে থাকা
কোথায় হারিয়ে গেল সেই গ্রাম?

আমি খুঁজে ফিরি সেই গ্রাম
অনেক আশ্রয় প্রশ্রয় পাওয়া সেই গ্রাম
আমার ভালবাসার গ্রাম
আমার ভাললাগার গ্রাম
কোথায় হারিয়ে গেল সেই গ্রাম?