কুয়াশার মতো আমরা হারিয়ে যাব
হারিয়ে যাব অজানায়
সবাই ভুলে যাবে একদিন
পাড়ি দিতে হবে দুঃসময় ।
শিশির ভেজা অস্পষ্ট মাঠ
সব আনন্দ মায়া ফেলে,
সবাইকে যেতে হয় অন্য কোথাও
যেতেই হয় আমাদের চলে।
এই আসা আর যাওয়া
এই নিয়েই মানুষের জীবন ,
শেষে এসে মেনে নিতে হয়
মেনে নিতে হয় মরণ ।