ঘরের আধো অন্ধকারে
ঘরের আধো অন্ধকারে
আমি দেখেছি তোমার মুখ,
অপরূপ সেই মায়াবী মুখ
মনে আমার জাগিয়েছে সুখ।
ঘরের আধো অন্ধকারে
দেখেছি তোমার চোখের জল,
বুকে চিনচিন ব্যথা পেয়েছি
চোখ হয়েছে অশ্রু সজল।
ঘরের আধো অন্ধকারে
পেতে চেয়েছি তোমায় ,
তুমিও কাছে চলে এসে
নিতে চেয়েছ আমায়।