বিস্ময়ে অভিভূত হই আমি
আমি টের পাই
এই একই পৃথিবীতে আমরা রয়ে গেছি
কিন্তু কয়েককোটি আলোকবর্ষ দূরে
এই পৃথিবীতেই রৌদ্রের অন্ধকারে।
অনেক পাখি উড়ে গেছে ঐ আকাশে
রাত্রিতে নেমে এসেছে ঘোর অন্ধকার
পথ চেয়ে কেটে গেছে কত রাতদিন
একাকী নিঃসহায় হয়ে
কেটে গেছে কত বিরান সময়।
একই পৃথিবীতে আমরা এখন থাকি
দেখা হয়না কিন্তু কারো সাথে
আকাশ নক্ষত্র সব একইরকম আছে
শুধু বদলে গেছি আমরা
এভাবেই কেটে যাবে আমাদের সারাজীবন।