একটু বাঁচতে চেয়েছিল
খুব সাধারণভাবে
কোনরকমে জীবনটা পাড়ি দিতে চেয়েছিল
সেটাও তাদের কপালে নেই
হারিয়ে গেল তারা গভীর সমুদ্রেই।
তাদের কোন দেশ নেই
তাদের প্রতি কারো দয়া নেই
সবাই নির্বিকার হয়ে আছে
আয়েশে চায়ে চুমুক দিচ্ছে
মানবতা পথে প্রান্তরে কাঁদছে ।
একদিন কি জবাব দিতে হবেনা?
এই অন্যায়ের বিচার হবেনা?
ঠিক একদিন সব হিসাব হবে
শেষ বিচারের দিন পাপীদের কি হবে?
একদিন ঠিক সবাই বুঝবে।