এজিদ , সীমার আজও আছে
এই সুন্দর ধরায়,
মানুষের কষ্ট আর মৃত্যুতে
উল্লাসে দিন কাটায় ।
নিষ্পাপ শিশু মারতেও তাদের
কাদেনা কঠিন বুক,
বাইরে বেশ পরিপাটি
অন্যের কষ্টেই এদের সুখ।
এক্দিন ঠিকই মরতে হবে
সেদিন বুঝবে এজিদ সীমার,
সেদিন কঠিন শাস্তি পাবে
পাবে চিরকাল অন্ধকার।