কেন তুমি আজ গর্জে উঠো না?
নিভে গেছে ভিতরের সব আগুন?
শকুনের হিংস্র থাবায় সবাই আজ জর্জরিত
কিন্তু গভীর নিদ্রায় আজ সবাই শান্ত।
সবাই মেনে নিয়েছে সব জঞ্জাল
সুবচন কবেই তো চলে গিয়েছে নির্বাসনে
এই অশান্ত অস্থির পৃথিবী আমার নয়
তিলে তিলে সবকিছু হয়ে যাচ্ছে নিঃশেষ ।
প্রহরে প্রহরে ভাঙনের শব্দ শুনি
পাখিরা ও করে আজ তীব্র আর্তনাদ
কলরব হারিয়ে গেছে হিংস্র বুনো থাবায়
মেনে নিতে হয় এই বিচ্ছিন্ন জীবন।
ক্ষয়স্তুপের দুর্গন্ধে আজ বাতাস ভারী
দুঃস্বপ্ন আজ ফিরে আসে বারে বারে
সব প্রতিবাদ আজ থেমে ঘুমিয়ে গেছে
সবকিছু যেন ভেঙে পড়ে ধীরে ধীরে ।