এই মন্দ সমাজে
খারাপ মানুষরাই দাপিয়ে বেড়ায়,
ভাল মানুষ কষ্টে থাকে
কষ্টে তাদের দিন যায় ।
সমাজ যাচ্ছে পচে
দুর্গন্ধে ভরে যাচ্ছে চারিদিক,
ভাল মানুষ সব পালাচ্ছে
ভাল মানুষই আজ যেন বেঠিক ।
এভাবেই কি নষ্ট হবে
আমাদের প্রিয় সমাজ?
কিছুই কি আর করার নেই
পালিয়ে যাব আজ??