এই কষ্টের মৌসুমে
একটু উষ্ণতার জন্যে বসে আছি
কেটে যাচ্ছে বিরান সময়
এভাবেই বোধহয় কেটে যাবে বাকী দিন।
হেমন্তের এই রাতে
চারিদিকে কুয়াশাঘেরা আবছা আলো
মন খারাপ হয় অকারণে
মনে হয় ছুটে পালিয়ে যায় ।
একদিন নিশ্চয় অবসান হবে
কষ্টের এই রাতের
আসবে উজ্জ্বল উচ্ছল দিন
কেটে যাবে জীবন সুখে আর দুখে।