দীঘল রাতের শেষে
আমি প্রতীক্ষায় ছিলাম
সব কষ্টের অবসান হবে আমার
সূর্য উঠল হেসে অবশেষে ।
পার করে এলাম নিস্ফল সময়
দীর্ঘশ্বাস এর হলো অবসান
কিন্তু আবার এলো আকাশ জুড়ে কালমেঘ
ফিরে যেন এলো আমার আবার দুঃসময় ।
ব্যাথিত মন,সামনে অজস্র অসময়
থেমে যেতে চায় আমার মনটা
তবুও সামনে এগিয়ে যেতে হয়
দূর করে সব অনাকঙ্খিত ভয়।