পাহাড়ের গন্ধ আমার নাকে চোখে
যেতে চাই দূর পাহাড়ের ধারে,
সবুজ পাহাড় আমায় হাতছানি দেয়
যেতে চাই সেথায় আমি বারে বারে ।
সারি সারি পাইনের সারি বড় অদ্ভুত
মন যেন কোথায় হারায়,
সেখানেই আমার এই অবুঝ মন
বারবার যেন যেতে চায় ।
পাহাড়ি রাস্তায় উঠা নামা করতে
সবসময় চায় আমার মন,
যেতে চাই অপূর্ব এই জায়গায়
আমার ক্লান্ত কোমল মন।