দুপুরে হেঁটে গেছি আমি
অনেকদূর অজানা পথে,
ভয় পেয়েছি তবুও থামিনি
কেউ ছিলনা আমার সাথে।
পেয়েছি আমি কতশত বাধা
তবু আমি পাইনি কোন ভয়,
অজানা নির্জন শহরে সব
কাটিয়েছি বহু সুন্দর সময়।
আজও খুব যেতে ইচ্ছে করে
আসে দ্বিধা , আসে সংশয়,
কিন্তু মনের ভেতর কেমন করে
সেসব দিন ফিরে পেতে ইচ্ছে হয়।