দেখি সবদিকে কুয়াশা
স্মৃতিগুলো ঝাপসা হয়ে আসে
খুঁজে বেড়াই হারানো দিন।
দেখি সবদিকে কুয়াশা
সবকিছুই বড্ড ঝাপসা আজ
আলো হারিয়েছে কুয়াশায়।
দেখি সবদিকে কুয়াশা
প্রতিদিনই দেখি আমি কুয়াশা
মেনেই নিয়েছি আমি সব।
দেখি সবদিকে কুয়াশা
কবে সব ভেদ করে আসবে সূর্যের আলো
আমি প্রতীক্ষায় থাকি।