এগিয়ে আসো হে যুবক
তুলে নাও পতাকা
এগিয়ে যাও দৃপ্ত শপথে
হার মেনোনা কোনভাবেই
জিততে তোমাকে হবেই
তুমি ভয় পেয়োনা ।
হে তরুণ যুবক
কেন মৃত্যুকে ভয় পাও
কেন সামনে আসতে ভয় পাও
কিসের এত জড়তা তোমার
এগিয়ে আসো দৃঢ় পদক্ষেপে
সব বাধা সরিয়ে দাও।
হে প্রাণবন্ত যুবকেরা
মনে রেখোনা কোন অভিমান
শপথ নাও নতুন কিছু করার
জালিমের হাত ভেঙ্গে দাও
কায়েম কর সুন্দর সমাজ
গড়ে তোল নতুন সমাজ।