শীতের পাতার মতো আমার
হয়ে গেছে মন,
সবকিছু রুক্ষ হয়ে গেছে
মন খারাপ থাকে সারাক্ষণ ।
চোখে আমার স্বপ্নভাঙার কান্না
হৃদয় জুড়ে হাহাকার,
চোখের জল ফুরিয়ে গেছে
চারিদিকে শুধু অন্ধকার।
কবে শীত কেটে যেয়ে
আসবে বসন্তের দিন?
আসবে রঙিন প্রজাপতি
দিনগুলি হয়ে উঠবে রঙিন ।