ছোট ছোট প্রাণ
অসহায় তারা
পালিয়ে বেড়াচ্ছে দেশ থেকে দেশে
এতটুকু আশ্রয় নেই
ক্ষুধার জ্বালায় অস্থির
দেখার কেউ নেই।
ছোট নিষ্পাপ বাচ্চা
কি তার অপরাধ ?
একটু বাঁচতে চেয়েছিল
চেয়েছিল একটু খাবার ,আশ্রয়
দিলে কি এমন ক্ষতি ?
অভিমান নিয়েই যেতে হলো সব ছেড়ে ।