চলে গেলে
অনেক অনেক দূরে
একবুক অভিমান নিয়ে
খুব অবাক হয়ে
যাদের তুমি ভালবেসেছিলে
তারাই হত্যা করল তোমাকে
করল চরম বেঈমানি।


অনেক কষ্ট করে
অনেক ঘাম ঝরিয়ে
এনেছিলে স্বাধীনতা
ভালবাসতে সবাইকে
ভালবাসতে দেশকে
তাও চলে যেতে হয়েছে
অজানায় অভিমানে।