চাই আমি শুধু
এক কোমল হৃদয়
আর কিছু নয়
খুব ছোট আমার চাওয়া
জানিনা হবে কি পাওয়া
চাই এক কোমল হৃদয়।


চাই এক কোমল হৃদয়
একটুকুতেই যে কাঁদবে
মানুষকে ভালবাসবে
সবাইকে কাছে টেনে নেবে
এমন কি কেউ নেই
চাই শুধু এমন হৃদয় ।