বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাবে
আমার চোখের জল,
বইবে মিষ্টি শীতল হাওয়া
বৃষ্টি ঝরবে অবিরল।
মনের যত কষ্ট আছে
সব যাবে আমার মুছে,
শীতল স্পর্শে হৃদয় জুড়াবে
কষ্টের অতীত থাকবে পিছে।
বৃষ্টি আসুক তাই আমি
করি শুধু প্রার্থনা ,
সব কষ্ট ধুয়ে মুছে
আঁকবে নানা রঙের আলপনা।