বটের শুকনো পাতা ঝরে যায়
সুন্দর এই পৃথিবীর পথে,
একদিন এভাবেই শেষ হয়
রক্ষা হয়না কোন মতে।
ঝরাপাতার মাঝ দিয়ে হাঁটি
পাড়ি দিতে হবে বহুদূর ,
সমুদ্রের স্রোতের মতো করে
পাড়ি দিতে হবে সমুদ্দুর।
হয়তো কোন দূর দেশে যাব
সুন্দর সবুজ ছায়া শীতল ,
শুকনো পাতার এই জীর্ণ পথ
তবুও করবে আমায় ব্যাকুল।