বন্ধু দেখা হবে
একদিন ঠিক দেখা হবে
অভিমানে চলে গেছ দূরে
দুজনেই কষ্ট পেয়েছি আমরা
তাও জানি একদিন দেখা হবে
হবে সব অভিমানের অবসান।
বন্ধু দেখা হবে
হঠাৎ কোন অজানা শহরে
ততদিনে আমরা ভুলে যাব অভিমান
দুজনেই আবার মিলে যাব
আবার আমরা বন্ধু হবো
হবে সব অভিমানের অবসান।